শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জের আদমপুরে বর্ণাঢ্য আয়োজনে “নকশী কাঁথা”র বৈশাখী উৎসব



IMG-20150416-WA0003
শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) 

শোভাযাত্রা,নাটক,লোকজ সংগীতানুষ্ঠান,বৈশাখী কনসার্ট.গুণীজন সম্মাননা প্রদান ও র‌্যাফেল ড্র ইত্যাদি নানা আয়োজনে পহেলা বৈশাখে কমলগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন “নকশী কাঁথা” বর্ণাঢ্য বৈশাখী উৎসব পালন করে। এদিন সকাল নয়টায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন আদমপুর ইউপি চেয়ারম্যান (মাদার তেরেসা স্বর্ণপদকপ্রাপ্ত) সাব্বির আহমদ ভূইঁয়া। রাত আটটায় নকশীকাথাঁর সভাপতি লেখক-সাংবাদিক শাব্বির এলাহীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি রঞ্জিত অধিকারী ও সাধারণ সম্পাদক সাদেক হোসেনের যৌথ সঞ্চালনায় গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলবীবাজারের সহকারী পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ আশরাফুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সিদ্দেক আলী,বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিনহা,মৌলভীবাজার পল্লী বিদুৎ সমিতির সচিব মোস্তফা কামাল ও ক্যাপ্টেন একাডেমী সিলেটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বদ্রুন্নেছা বেগম।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ।অনুষ্ঠানে কৃষি বিজ্ঞানে ডঃ গৌছ আলী,শিক্ষা বিস্তারে অধ্যক্ষ নুরুল ইসলাম,নাট্য ও শিল্পকলায় সুভাশিষ সিনহা সমীর এবং ব্যবসায় ইমাম উদ্দিন কামালকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর পরে রঞ্জিত অধিকারীর রচনা ও নির্দেশনায় সিলেটি ভাষার হাসির নাটক“ লন্ডনী দামান” পরিবেশিত হয়। রাত দশটায় ক্লোজ-আপ তারকা শিল্পী ও ক্ষুদে গান রাজদের পরিবেশনায় মনোজ্ঞ বেশাখী কনসার্ট উপস্থিত হাজার হাজার দর্শকদের মাতিয়ে রাখে গভীর রাত পর্যন্ত।