বুধবার, ৪ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

কমলগঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে সংগঠকদের দক্ষতা বিষয়ক সাংগঠনিক প্রশিক্ষণ অনুষ্ঠিত



Pic--Kamalgonj--03
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ মহিলা পরিষদ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে কমলগঞ্জে সংগঠকদের দক্ষতা বিষয়ক দিনব্যাপী এক সাংগঠনিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সাংগঠনিক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ এর কেন্দ্রীয় প্রতিনিধি গৌরী ভট্টাচার্য্য।
কমলগঞ্জ উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী মুন্না রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিলকিস বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রোহেনা আক্তার খানম, সাংগঠনিক সম্পাদক রিবিকা ভৌমিক, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রিনা কর্মকার, সুনামগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক শরীফা আশরাকি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ। দিনব্যাপী সাংগঠনিক প্রশিক্ষণে মোট ৪০ জন মহিলা অংশগ্রহণ করেন।