রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

কমলগঞ্জে চৌধুরী গোলাম আকবর সাহিত্যভ’ষণ স্মৃতি সংসদ গঠিত || সভাপতি ইদ্রিছী, সম্পাদক আরেফিন



01
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোকসাহিত্য গবেষক চৌধুরী গোলাম আকবর সাহিত্যভ’ষণ স্মরণে চৌধুরী গোলাম আকবর সাহিত্যভ’ষণ স্মৃতি সংসদ গঠন করা হয়েছে।
বুধবার ১লা এপ্রিল সকাল ১০ ঘটিকায় চৌধুরী গোলাম আকবর সাহিত্যভ’ষণ এর গ্রামের বাড়িতে সকলের উপস্থিতিতে এক সভায় সর্বসম্মতি ক্রমে সাংবাদিক ও কবি আব্দুল হাই ইদ্রিছী কে সভাপতি ও চৌধুরী শামসুল আরেফীন কে সাধারণ সম্পাদক মনোনিত করে ১২ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মুহিবুর রহমান সুহেল, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মাদ সেলিম, অর্থ সম্পাদক লোকমান আহমাদ, সাংগঠনিক সম্পাদক জিল্লাুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন আব্দুল্লাহ, দফতর সম্পাদক ফয়সল আহমাদ, কার্যকরী সদস্য সৈয়দ সাইফুর রহমান, চেীধুরী শামসুল আবেদীন, আফসার খাঁন, নাসিম আহমাদ। -বিজ্ঞপ্তি