মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

মৌলভীবাজারের অসাসের আলেচনা সভা ও স্বরচিত লেখাপাঠ



11102764_418720724956037_8183512949231679015_n

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে অক্ষর সাহিত্য সংসদ (অসাস) এর উদ্যোগে আলোচনা সভা ও স্বরচিত লেখা পাঠ অনুষ্টিত হয়েছে।
শনিবার ২৮মার্চ বিকেল ৪ঘটিকায় মৌলভীবাজার ইম্পিরিয়েল কলেজ অডিটোরিয়ামে অসাস সভাপতি ও সুনামগঞ্জ সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, মৌলভীবাজার ইম্পিরিয়েল কলেজের প্রিন্সিপাল কবি প্রফেসর মামুনুর রশীদ (মামুন ইব্রাহিমি) –এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি আব্দুল হাই ইদ্রিছী’র সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহন করেন সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার সম্পাদক, কবি ও নাট্যকার শফিউল ইসলাম শফি, ইম্পিরিয়েল কলেজের প্রভাষক পঙ্কজ চক্রবর্তী, ইংরেজীর প্রভাষক মাসুম খাঁন, অসাস’র সহ-সভাপতি বিশিষ্ট ছড়াকার আবদাল মাহবুব কোরেশী।
অনুষ্টানের দ্বিতীয় পর্বে স্বরচিত লেখা পাঠ করেন কবি প্রফেসর মামুনুর রশীদ (মামুন ইব্রাহিমি), কবি শফিউল ইসলাম শফি, ছড়াকার আবদাল মাহবুব কোরেশী, কবি আব্দুল হাই ইদ্রিছী, চৌধুরী শামসুল আরেফিন, আনোয়ারূল ইসলাম প্রমুখ।– বিজ্ঞপ্তি