শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

পেট্রোলবোমা, নাশকতাকারী, সন্ত্রাসীদের রোধকল্পে কমলগঞ্জে বিজিবি’র সচেতনতামূলক আলোচনাসভা



Pic--BGB[1]

॥ কমলকুঁড়ি রিপোর্ট ॥ পেট্রোলবোমা, নাশকতাকারী ও সন্ত্রাসীদের রোধকল্পে মৌলভীবাজারে কমলগঞ্জে ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ান এর উদ্যোগে এক সচেতনতামুলক আলোচনা সভা বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়। দেশব্যাপী পেট্রোলবোমা ও নাশকতার ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় এসব কর্মকান্ড প্রতিরোধে শ্রীমঙ্গলস্থ ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র আয়োজনে কমলগঞ্জে এইে সচেতনতামুলক এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পেট্রোলবোমা ও নাশকতার প্রতিরোধ বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন ৪৬ বর্ডার র্গাড ব্যাটালিয়ান এর অধিনায়ক ল্যা: কর্ণেল নাসির উদ্দিন আহমেদ, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, গোলাম কিবরিয়া শফি, সুলেমান মিয়া ও কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ল্যা: কর্ণেল নাসির উদ্দিন আহমেদ ভিডিওচিত্র প্রদশর্নীর মাধ্যমে পেট্রোলবোমা ও নাশকতার হাত থেকে কিভাবে রক্ষা ও প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এসব কর্মকান্ডে যারা জড়িত তাদের কোন দল নেই। তারা নাশকতাকারী ও সন্ত্রাসী। তাদেরকে এলাকায় চিহ্নিত করে আইনের আওতায় আনতে সকলের সহযোগীতা কামনা করেন। সভায় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।