বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

পতনঊষারে আব্দুন নূর-নূরজাহান চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠান



Pic-1
পতনঊষার সংবাদদাতা ॥
মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষারের আব্দুল নূর নূরজাহান চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষা-২০১৪ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় রাজদিঘীরপার বাজারে রেনেসা সাহিত্য পরিষদেও আয়োজনে ও আব্দুন নূর-নূরজাহান চৌধুরী ট্রাষ্টের সার্বিক তত্ত্বাবধানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেনেসার সভাপতি মুহিবুর রহমান সুহেল এর সভাপতিত্বে ও ট্রাষ্টের সমন্বয়কারী মিজানুর রহমান মিষ্টারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ কমরেড সিকান্দর আলী। বিশেষ অতিথি ছিলেন পতনঊষার ইউপির প্যানেল চেয়ারম্যান রিপন ইসলাম ময়নুল, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান মরহম, ইউপি সদস্য দিপেন্দ্র কুমার দাস, বিশিষ্ট সমাজসেবক আব্দুল করিম আনোয়ার, শিক্ষক কবি নিখিল কান্তি গোস্বামী, কমরেড সাইফুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুল কদ্দুছ প্রমুখ।
অনুষ্ঠানে আব্দুল নূর নূরজাহান চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষার ফলাফলে ৪র্থ শ্রেনীতে ১মঃ সাবিনা ইয়াসমিন-রাধা গোবিন্দপুর সরঃ প্রাথমিক বিদ্যালয়, ২য়ঃ শাহনাজ পারভীন মিলি- শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩য়ঃ হানিফা আক্তার বর্ষা-মাইজগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪র্থঃ জাফর আহমেদ- হাজেরা বানু কেজি স্কুল ও ৫মঃ তাসলিমা আক্তার রুলি- মাইজগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়।
৫ম শ্রেনীতে ১মঃ সানজিদা আহমদ চৌধুরী মুমু (ট্যালেন্টপুল)- বি এস এফ শাহীন স্কুল এন্ড কলেজ শমশেরনগর, ২য়ঃ ইশরাত জাহান চৌধুরী চৈতী (ট্যালেন্টপুল)- বি এস এফ শাহীন স্কুল এন্ড কলেজ শমশেরনগর ৩য়ঃ সুচিত্রা গোপ (ট্যালেন্টপুল)- পদুনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪র্থঃ আয়েশা আফরিন রিতু- শ্রীসুর্য সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৫মঃ আল আমিন চৌধুরী সাকিব- হাজেরা বানু চৌধুরী কেজি স্কুল।
৮ম শ্রেনীতে ১মঃ পুবালী ভট্টাচার্য- পতনউষার উচ্চ বিদ্যালয়,  ২য়ঃ মাহফুজা আক্তার হুমায়রা- আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয় ৩য়ঃ রোমান আহমদ সিপন- পতন ঊষার উচ্চ বিদ্যালয় ৪র্থঃ ফারহানা আক্তার জুলি- পতনঊষার উচ্চ বিদ্যালয় ও ৫মঃ মিনা বেগম – পতন ঊষার উচ্চ বিদ্যালয়।
জানা যায়, এপ্রিল মাসের ২০ তারিখের ভিতরে মেধা বৃত্তি আনুষ্ঠানিভাবে বিতরণ করা হবে।