বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে ২ দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন ।। প্রত্যেক গ্রামের মানুষদেরকে ডিজিটাল সেবার অন্তর্ভূক্ত করলেই ডিজিটাল দেশ গড়ার লক্ষ্য পূরণ হবে -উপাধ্যক্ষ মো: আব্দুল শহীদ এমপি



Kamalgonj Pic-08
কমলকুঁড়ি রিপোর্ট
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি বলেছেন, সংবিধান অনুযায়ী দেশ চলবে। সংবিধান রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব। তিনি আরো বলেন, প্রত্যেক গ্রামের মানুষদেরকে ডিজিটাল সেবার অন্তর্ভূক্ত করলেই ডিজিটাল দেশ গড়ার লক্ষ্য পূরণ হবে। সকল বিদ্যালয়কে ডিজিটালের আওতাভূক্ত করতে পারলেই দেশ এগিয়ে যাবে। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রসাশনের উদ্্েযাগে ২ দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শনিবার দুপুর ২টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্টানিকভাবে ডিজিটালমেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান ছিদ্দেক আলী, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো. আনোয়ার হোসেন, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) বদরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গির আলম, উপজেলা সমাজসেবা অফিসার সরজিৎ কুমার পাল, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ, প্রমুখ।