শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে হীড বাংলাদেশের গবাদি পশু পাখিকে টিকা প্রদান



Pic-Heed V
কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন স্থানে হীড বাংলাদেশ কর্তৃক গবাদি পশু পাখিতে মার্চ মাস ব্যাপী টিকা প্রদান করা হয়েছে।  হীড বাংলাদেশ এর প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: শাহরিয়ার মান্নান জানান, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর অর্থায়নে  এবং হীড বাংলাদেশের বাস্তবায়নে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে চম্পারায় চা বাগান, কুরমা চা বাগান. আলীনগর ইউনিয়নের তিলকপুর, মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান, ধলই চা বাগান ইত্যাদি স্থানে গবাদি পশু পাখিকে তড়কা, বাদলা, রানীক্ষেত, ডাকপ্লেগ টিকা প্রদান করা হয়। গবাদি পশু পাখিদের মধ্যে ছিল, গরু, মহিষ, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া। শুধু মার্চ মাসে প্রায় ৪ হাজার গবাদি পশু পাখিদের মধ্যে টিকা প্রদান করা হয়। এ কার্যক্রম ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে। আগামী এপ্রিল মাসে মুন্সীবাজার ও রহিমপুর ইউনিয়নের পরিচালিত হবে। হীড বাংলাদেশে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি টিকা প্রদান কার্যক্রম জনগণের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে।