বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাষ্ট কর্তৃক পতনঊষার ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যানবৃন্দকে সংবর্ধনা প্রদান



11
কমলকুঁড়ি রিপোর্ট ॥
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যানবৃন্দকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। ২৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাষ্টের আয়োজনে পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি। বিশেষ অতিথি ছিলেন কামরচাক ইউপি চেয়ারম্যান নাজমুল হক সেলিম, সাবেক চেয়ারম্যান হাজী এখলাছুর রহমান, মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল মতিন, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, অব: প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী, পতনঊষার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, প্রাক্তন প্রধান শিক্ষক সিকান্দর আলী, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অলি আহমদ খান, বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল করিম আনোয়ার, বিশিষ্ট সমাজসেবক মাহমুদুর রহমান বাদশা।

10
ট্রাষ্টের সদস্য রেজাউল আলম চৌধুরী লাভলু ও ব্যবসায়ী আব্দুর রহমানের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক আতিকুর রহমান চেরাগ, সাংবাদিক শাহীন আহমেদ, ইউপি সদস্য মো: আসাদুজ্জামান, শহীদনগর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুল, সমাজসেবক তালুকদার আমিনুর রহমান, জুনেদ আহমেদ, বয়তুল হক চৌধুরী, আব্দুর রাজ্জাক, শিপার আহমদ শিমু, আইনুল ইসলাম চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ট্রাষ্টের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী শেফুল।
অনুষ্ঠানে পতনঊষারের প্রাক্তন চেয়ারম্যান মরহুম এম, এ, ছত্তার পক্ষে সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন ডা. আব্দুল মতিন, ইন্তাজ আলীর পক্ষে শিপার আহমদ, ইলিয়াছুর রহমান চৌধুরীর পক্ষে নজরুল ইসলাম চৌধুরী, মো: ওমর আলীর পক্ষে ওমর মাহমুদ আনসারী, জহির উদ্দিন চৌধুরীর পক্ষে সুশান চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরীর পক্ষে আতিকুর রহমান চৌধুরী ও হাজী এখলাছুর রহমান সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাষ্ট কর্তৃক এরকম উদ্যোগ নেয়ায় ধন্যবাদ জানান। এলাকার জন্য মাইলফল হিসাবে থাকবে।
অনুষ্ঠানে নূরল মোহাইমীন মিল্টন কর্তৃক সম্পাদনায় ও আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাষ্ট কর্তৃক প্রকাশনায় প্রাক্তন চেয়ারম্যানদের সংক্ষিপ্ত জীবনী নিয়ে একটি স্মরণিকা প্রকাশিত হয়। স্মরণিকাটি অনুষ্ঠানের অতিথিরা উন্মোচন করেন।