রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

মৌলভীবাজারে গাড়ি চালকদের কর্মশালা



মৌলভীবাজার প্রতিনিধি:

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) আয়োজনে মৌলভীবাজারে গাড়ি চালকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের এম সাইফুর রহমান অডিটরিয়ামে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আহমদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- বিআরটিএ’র এক্সিডেন্ট ডাটা অ্যানালিস্ট এ বি এম আবু বক্কর সিদ্দিক ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মৌলভীবাজার বিআরটিএ’র সহকারী পরিচালক এনায়েত হোসেন মন্টু, শ্রমিক নেতা আজাদুর রহমান ওয়াদুদ, জামাল আহমদ, সঞ্জিত কুমার দে, আজিজুর রহমান সেলিম প্রমুখ।