বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

সিলেটে ইট ভাটায় কয়লা সংকট



images14

কমলকুঁড়ি রিপোর্ট ।।

 

কয়লা সংকটে পড়েছে সিলেট বিভাগের ইট ভাটাগুলো। পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় ইট পোড়াতে বিপাকে পড়েছেন ভাটা মালিকরা। নভেম্বরের শুরু থেকে সিলেটের ভাটাগুলোতে ইট তৈরি শুরু হয়। এবার বৃষ্টি না থাকায় আগেভাগে ইট তৈরি শুরু হয়েছে। কিন্তু কয়লার অভাবে ইট পোড়াতে পারছে না ভাটাগুলো।

মালিকরা জানান, ইট পোড়াতে প্রতিটি ইট ভাটায় মৌসুমে ৪০০ টন হিসাবে ৩২ হাজার টন কয়লা প্রয়োজন। অন্যবার মৌসুমের আগেই ভাটা মালিকরা কয়লা জোগাড় করে রাখেন। কিন্তু এবার এখনও কয়লা পাওয়া যায়নি। আমদানিকৃত কয়লার ওপর নির্ভর করতে হয়। দেশি কয়লা পাওয়া ‍যায় খুবই কম পরিমাণে।সিলেটে কয়লা আমদানিকারক আছেন দশজন। তারা কেউই কয়লা আমদানি করতে পারছেন না।

এদিকে ইটের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক দাম দিয়ে ইট ক্রয় করে হিসাব মিলাতে