বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে “বেদনার্ত অনুভূতি ” গ্রন্থের মোড়ক উম্মোচন



কমলকুঁড়ি রিপোর্ট ।।
মৌলভীবাজারের কমলগঞ্জে মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ সোনাওর বখত স্মরণে নিবেদিত ও কবি সাইয়িদ ফখরুল সম্পাদিত “বেদনার্ত অনুভূতি” গ্রন্থের মোড়ক উম্মোচন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান।
কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও কবি সাইয়িদ ফখরুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লেখক ও গবেষক অধ্যক্ষ রসময় মোহান্ত। আলোচনায় অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, কমলগঞ্জ গণ মাহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, অধ্যাপক হিরণময় দেব, লোক গবেষক ও উন্নয়ন চিন্তক আহমদ সিরাজ, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, কবি শহীদ সাগ্নিক, কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কমলগঞ্জ উপজেলা শাখা সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ ওয়াহিদ রুলু, শ্রীমঙ্গল প্রেসক্লাব সম্পাদক বিকুল চক্রবর্তী, কমলগঞ্জ সমকাল সুহৃদ সমাবেশ এর সভাপতি শাব্বির এলাহী, সিপিবি নেতা আব্দুল মনাফ খান ও আলহাজ্ব মোঃ সোনাওর বখত এর ৪র্থ ছেলে বিশিষ্ট শিক্ষানুরাগী রাসেল হাসান বখত প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি জয়নাল আবেদীন ও শিরীন শিলা। সভায় বক্তারা মানবকল্যাণে নিবেদিত আলহাজ্ব মোঃ সোনাওর বখত এর বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তারা বলেন, তিনি ছিলেন নিরব সমাজসেবক, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ এবং একজন প্রগতিশীল মানুষ। অনুষ্ঠানে আলহাজ্ব মোঃ সোনাওর বখত এর আতœীয়-স্বজন ছাড়াও জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, কবি, সাহিত্যিক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।