শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

সিলেটে ফুটবল প্রেমিকদের ভীড়



সিলেট প্রতিনিধি:

জাঁকজমকপূর্ণ পরিবেশে আজ পর্দা উঠলো বঙ্গবন্ধু গোল্ডকাপ আর্ন্তজাতিক ফুটবল টুর্নামেন্ট। প্রায় ১৫ বছর পরে আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধন হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ আর্ন্তজাতিক ফুটবল ম্যাচ। উদ্বোধনের আগে সিলেট ফুটবল প্রেমিকরা মাঠে জড়ো হতে থাকেন। আর এদিকে দেশীয় সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বরণ করে নিচ্ছে ফুটবল টুনামের্ন্টকে। বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবলের এই মহা উৎসব। খেলার উদ্বোধন করবেন টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুই গ্রুপে তিনটি করে মোট ছয়টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে আছে মালয়েশিয়া ও শ্রীলংকা। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে বাহরাইন, থাইল্যান্ড ও সিঙ্গাপুর। সিলেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের তিনটি ও একটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি তিন গ্রুপ ম্যাচ, একটি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ইতোমধ্যে ফুটবল ম্যাচকে ঘিরে স্টেডিয়ামে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য ১৯৯৬ সালে প্রথম ও ১৯৯৯ সালে দ্বিতীয়টি এরপর দীর্ঘ রিবতি। এর মধ্যে পার হয়ে গেছে প্রায় ১৫ বছর। নানা জটিলতার কারনে হয়নি বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুনামেন্ট। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধন হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আর্ন্তজাতি ফুটবল ম্যাচ।