শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে সরকারের উন্নয়ন ও উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময়



Pic-1
কমলকুঁড়ি রিপোর্ট ।।
মৌলভীবাজারের কমলগঞ্জে মৌলভীবাজার জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহায়তায়  সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন জনগনকে অবহিতকরন বিষয়ে আলোচনা সভা, র‌্যালী ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান। জেলা তথ্য অফিসার মো. ইমরানুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। সভায় বর্তমান সরকারের বিগত এক বছরের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও আগামীতে করণীয় বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত সূধীজনেরা আগের বছরের তুলনায় টেন্ডার প্রক্রিয়া, সরকার ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকান্ডের অনেক সচ্চতা ছিল বলে উল্লেখ করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত জিএম প্রকৌশলী এস এম হাসনাত হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ ভুঁইয়া, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সত্যকাম চক্রবর্তী, কমলগঞ্জ থানার ওসি এনামুল হক, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমেদ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, আব্দুল হান্নান চিনু, নূরুল মোহাইমীন, শিক্ষক গাজী সালাহউদ্দিন, আওয়ামীলীগ নেতা অশোক বিজয় দেব কাজল প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রেসব্রিফিং এ জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কেউ তার জমির শ্রেনী পরিবর্তন করতে পারবে না। এক সময় টাকা দিয়ে খাবার পাওয়া যেত না। এখন বাংলাদেশ চাল রপ্তানী করছে। যদিও কৃষি জমি কমছে তবুও খাদ্য উৎপাদন বাড়ছে। এটা সরকারের বিরাট সাফল্য। শিক্ষার গুনগত মান বৃদ্ধি পাচ্ছে। শতভাগ শিক্ষার্থী যাতে বিদ্যালয়ে ভর্তি হয় সেজন্য সরকার কাজ করছে। বর্তমান সরকারের আমলে মিডিয়ার সম্পূর্ন স্বাধীন। এখন এদেশের মানুষের মাথাপিছু আয় বহুগুন বৃদ্ধি পেয়েছে। উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান বলেন, কারও দয়ায় বাংলাদেশ স্বাধীন হয়নি। সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই ইচ্ছা করলেই নির্বাচিত সরকারকে হটানো যাবে না। দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার পাশে থাকা উচিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তার বক্তব্যে বলেন, বাংলাদেশকে এখন আর বিশ্বের দিকে তাকানো লাগবে না। বিশ্বই বাংলাদেশের দিকে তাকাবে।
সভায় সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনার পাশাপাশি কমলগঞ্জের ধলাই নদী খনন, লাঘাটা নদীর পার কাটা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বই বিতরন সহ বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনিক এলাকায় র‌্যালী অনুষ্ঠিত হয়।