শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থা কমিটির কাউন্সিলে সাবেক চিফ হুইপ এমএ শহীদ ॥ গাছ চোরদের কোন দলীয় পরিচয় থাকতে পারে না



P1070815[1]

কমলকুঁড়ি রিপোর্ট ॥
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি বলেছেন, লাউয়াছড়া জাতীয় উদ্যান আন্তর্জাতিক ভাবে পরিচিতি লাভ করেছে। আমাদের এ  সবুজ বন রক্ষায় আপনারা নিরলস ভাবে কাজ করুন। গাছ চোরদের কোন রাজনৈতিক দলের পরিচয় থাকতে পারে না যদি কেউ দলের নাম ভাঙিয়ে বনাঞ্চল ধংস করতে চায় বা হুমকি-দামকি দিয়ে কাঠ নিতে চায় তা হলে তাদেরকে ধরে থানায় সোর্পদ করার জন্য বন বিভাগের প্রতি আহবান জানান।
আব্দুস শহীদ গত রোববার (১৮ জানুয়ারী) দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে কাউন্সিলের ১৫তম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কাউন্সিলর কমিটির সভাপতি কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এবং আশরাফুল ইসলাম ও মানিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাউয়াছড়া জাতীয় উদ্যানে সহ-ব্যবস্থাপনা কাউন্সিলর কমিটির সাবেক সভাপতি কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, লাউয়াছড়া জাতীয় উদ্যানে সহ-ব্যবস্থাপনা কাউন্সিলর কমিটির উপদেষ্ঠা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম, সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, রিজিওনাল কো-অর্ডিনেটর,নর্থ-ইষ্ট রিজিওন ক্রেল প্রকল্পের মোঃ মাজহারুল ইসলাম জাহাঙ্গীর, সহকারী বন সংরক্ষক, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগের সারওয়ার আলম, কমলগঞ্জ থানার ওসি তদন্ত বদরুল হাসান, কাউন্সিলর সদস্য ও সাবেক সহ-সভাপতি সহ-ব্যবস্থাপনা কমিটির সাংবাদিক সৈয়দ নেছার আহমদ। কার্যবিবরণী পাঠ করেন-সদস্য সচিবের পক্ষে বিট কর্মকর্তা মাহমুদ হোসেন, ক্রেল কর্তৃক প্রদত্ত আর্থিক অনুদান সম্পর্কিত আলোচনা উপস্থাপন করেন গ্রেন্ট্স অফিসার ক্রেল প্রকল্পের মো: লুৎফুল মন্নান জিলানী  প্রমুখ।
অনুষ্ঠান শেষে কাঠ পাচারের রেলট্রলি পর্যবেক্ষণ করেন অতিথিরা। পর্যবেক্ষণ শেষে  দক্ষিণ বালিগাঁও লোকনাট্য দল পরিবেশিত সচেতনেতা মূলক গণনাটক মঞ্চস্থ হয়।