রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলের ভৈরব বাজার এলাকায় ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ : হেলপার আহত



 

কমলকুঁড়ি রিপোর্ট ।।

মৌলভীবাজার ঢাকা আঞ্চলিক মহা সড়কের শ্রীমঙ্গল উপজেলার ভৈরব বাজার এলাকায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুবৃত্তরা। এ সময় ট্রাকের হেলপার মোঃ সাইজুদ্দিন মুখের একটি অংশ ঝলসে যায়। পুলিশ জানায় ট্রাকটি প্রশ্ন পত্র আনতে ঢাকা বিজি প্রেসে যাচ্ছিল। ট্রাকে কয়েকজন পুলিশ সদস্য ছিলেন। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক হেলপারকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।