বুধবার, ৪ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

পতনঊষারের কমলকুঁড়ি কাপ এন্ড কাপ ক্রিকেট টুর্ণামেন্টের সমাপনী ও বস্ত্র বিতরণ



Pic-kuri
কমলকুঁড়ি রিপোর্ট ॥
মৌলভীবাজারের কমলগঞ্জে কমলকুঁড়ি কাপ এন্ড কাপ ক্রিকেট টুর্ণামেন্টের সমাপনী খেলা ও দরিদ্রদেও মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার (১৩ জানুয়ারী) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর তরুন সংঘের আয়োজনে স্থানীয় ভৈরবথলী সংলগ্ন মাঠে লক্ষীপুর তরুন সংঘের সভাপতি ও কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অঞ্জন দেবনাথ এর উপস্থাপনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সিলেট থেকে আগত সুজিত দেবনাথ, তরুন সমাজসেবক পরিমল দেবনাথ, সুধাংশু দেবনাথ, শশাংক দেবনাথ, মিলন চক্রবর্তী, রাজিব চক্রবর্তী, বিশিষ্ট মুরব্বী তরনী দেবনাথ প্রমুখ।
সমাপনী খেলায় প্রান্ত স্পোটিং ক্লাববে ৩ উইকেটে পরাজিত করে সবুজ বাংলা স্পোটিং লক্ষীপুর চ্যাম্পিয়ান হয়।  ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন হোসেন জাবেদ ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন জুবের আহমদ। খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করেছিল।