বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

চলে গেলেন সুবিনয় নন্দী রেখে গেলেন উন্নয়ন গবেষণার ভাণ্ডার



 

মতি লাল দেব রায় :

বাংলাদেশের জাতিসংঘের ইউএনডিপির প্রাক্তন সহকারী আবাসিক প্রতিনিধি ডঃ সুবিনয় নন্দী শনিবার সকাল ৯-২০ মিনিট এ নিউ ইয়র্কের একটি নার্সিং হোমে শেষ নিস্বাস ত্যাগ করেন,মেসিব হার্ট এটাকের পর তিনি এক মাস যাবত নিউ ইয়র্কের মাউনট সাইনাই হাঁসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তিনি ১৯৫৫ সালে হবিগঞ্জে জন্মগ্রহন করেন, প্রয়াত সংগীত শিল্পী সুবীর নন্দীর ছোট ভাই । মৃত্যু কালে তাহাঁর স্ত্রী ছন্দা নন্দী এবং ১৪ বছর বয়সের একমাত্র ছেলে রায়ান নন্দীকে রেখে গেছেন , তাহাঁর দুই ভাই যথাক্রমে সত্যজিত নন্দী ও পার্থ নন্দী নিউ ইয়র্কে এবং বড় ভাই তপন নন্দী পরিবার নিয়ে কানাডায় বসবাস করেন ।তাহাঁর অন্ত্যেষ্টি ক্রিয়া ১০ই নভেম্বর ২০, নিউ ইয়র্কের করোনাতে অবস্তিত একটি ফিউনেরেল হোমে এ অনুষ্ঠিত হবে ।
ডঃ সুবিনয় নন্দী জাতিসংঘে ২৫ বছর কাজ করার পূর্বে এশিয়া অ্যান্ড পেসিফিক ডিভিশনের রাজনীতি বিষয়ক পরিচালক হিসাবে ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি জাতিসংঘের প্রতিনিধি/ মানব সম্পদ সমন্নয়কারি এবং জাতিসংঘে উন্নয়ন কর্মসূচীর শ্রিলঙ্কার আবাসিক প্রতিনিধি হিসাবে ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন । সম্প্রসারিত মানবিক উন্নয়ন, মানবাধিকার এবং রাজনৈতিক গতি প্রকৃতির উপর ২২ টি জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সমন্বয়ে যুদ্ব পরবর্তী পুনর্বাসন এবং কর্মসূচির নেত্রিত্ব দেন ।তার পূর্বে মিঃ নন্দী ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত চীনে ইউএনডিপির কান্ট্রি ডাইরেক্টর হিসাবে কর্মরত ছিলেন । ভিয়েত নামে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত কান্ট্রি ডাইরেক্টর হিসাবে কর্মরত ছিলেন, তিনি ভিয়েত নামে “ডেলিভেরিং এস অয়ান” পাইলট প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিয়েছিলেন, ভিয়েতনাম রুপান্তরে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য তাহাঁকে ভিয়েতনামের সরবচ্চ সন্মান সুচক পদক “ ভিয়েতনাম ফ্রেন্ডশিপ এওয়ার্ড” দেওয়া হয় ।ডঃ সুবিনয় নন্দী তার চাকুরী জীবনে নিতি মালা বিভাগ ইউএনডিপি রিজিওনেল ব্যুরো এশিয়া এন্ড প্যাসিফিক এর আঞ্চলিক কর্মসূচীর প্রধান হিসাবে ২০০০-২০০৪ সাল পর্যন্ত কাজ করেছিলেন । ১৯৯৮ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি টারকেমিনিস্তান এ উপ আবাসিক প্রতিনিধি হিসাবে ও দায়িত্ব পালন করেছেন।তিনি জাতিসংঘে সহকারী আবাসিক প্রতিনিধি হিসাবে ইউএনডিপি বাংলাদেশ এ প্রথম ক্যারিয়ার শুরু করেন তার আগে তিনি একটি আন্তর্জাতিক সংস্থায় অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে কাজ করেছিলেন কিছু দিন ।ডঃসুবিনয় নন্দি রাশিয়া এগ্রিকালচারেল একাডেমী থেকে কৃষি বিষয়ক অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি নেন, তিনি ইংরেজি, রাশিয়ান, বাংলা ভাষায় অনর্গল উন্নয়ন মুলক যে কোন বিষয়ের উপর কথা বলতে পারতেন । তিনি সত্যিকার অর্থে একজন বাঙ্গালী মেধাবী ও একজন পরোপকারী সহজ সরল ও অমায়িক ব্যেক্তি ছিলেন । পত্রিকা মারফৎ জানা যায় তিনি অসুস্থ্য হওয়ার পূর্বে ও জাতিসংঘ ইউএনডিপি ঢাকার আগামি বছরের পরিকল্পনা তৈরিতে সাহায্য করেছেন। আন্তর্জাতিক পরিসরে সুনাম অর্জনকারী মেধাবী সমাজ গবেষক সুবিনয়দা নিউ ইয়র্ক ইউনিভারসিটি কেন্দ্রিক সেন্টার ফর ইনটারনেশনেল কোপারেশন এর একজন ভিজিটিং স্কলার ছিলেন ।