বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে নৃ-গোষ্ঠীর ঐতিহ্যগত সংস্কৃতি নৃত্য অনুষ্ঠিত



কমলকুঁড়ি রিপোর্ট

কমলগঞ্জের পাত্রখোলা পুঞ্জি রিসোর্ট সেন্টারে পরিবেশিত হল  আচিক (গারো) নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ঐতিহ্যগত সংস্কৃতি নৃত্য । মাধবপুর  মনিপুরী  ললিতকলা একাডেমির আয়োজনে  ২৭ নভেম্বর শুক্রবার বেলা সাড়ে  ১১টায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

পাত্রখোলা পুঞ্জি প্রধান প্রিচিংলী সুচিয়াং এর সভাপতিত্বে  ও বেনেডিক্ট সুঙ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন খাসিয়া স্যোসিয়াল কাউন্সিল সাধারণ সম্পাদক এলিসন সুঙ, ললিতকলা একাডেমির মোস্তফা কামাল, পাত্রখোলা হাজারীবাগ  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ মানখিন, সহ শিক্ষক কেনেট কোড়াইয়া, সংবাদকর্মী মোনায়েম খাঁন প্রমুখ।

ঐতিহ্যগত আচিক (গারো) কালচার সংগীত ও নাচের তালে তালে ফুল দিয়ে অতিথিদেরকে বরণ করে নেওয়া হয়।