বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত



 

কমলকুঁড়ি রিপোর্ট

 

“দুর্যোগ ঝুঁকি হ্রাস সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় মৌলভীবাজারের কমলগঞ্জ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


কমলগঞ্জ উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান বিভাগ) এর আয়োজনে ইউএনও আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাসরিন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, আদমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীন, সাংবাদিক শাব্বির এলাহী, নুরুল মোহাইমীন মিল্টন, শাহীন আহমেদ ও মোনায়েম খান প্রমুখ।
অনুষ্ঠান জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকবেই। তবে দুর্যোগ প্রতিরোধে সবাইকে কৌশলটি জানতে হবে। তা হলে ক্ষয়ক্ষতি কমে যাবে। প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করতে হলে পরিবেশ রক্ষা করতে হবে, পাহাড় কাটা বন্ধ করতে হবে।