বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ডঃ বিজন কুমার শীলকে ফিরিয়ে আনুন



 : মতি লাল দেব রায় :

কোভিড-১৯ শনাক্তকরণ কিট ‘জিআর কোভিড-১৯ ডট ব্লোট’ উদ্ভাবক ডঃ বিজন কুমার শীল নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন । তাঁর পিতারনাম রসিক চন্দ্র শীল ও মাতার নাম কিরণময়ী শীল। তাদের ২ ছেলে ও ৪ মেয়ের মধ্যে পঞ্চম সন্তান বিজন। নাটোর বনপাড়ার সেন্ট যোসেফ হাইস্কুল থেকে মাধ্যমিক এবং পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষে ভর্তি হন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। সেখানে স্নাতক ভেটেরিনারি সায়েন্স বিষয়ের উপর পড়াশুনা করে স্নাতক ডিগ্রি লাভ করেন। এই বিশ্ববিদ্যালয় থেকেই তিনি অণুজীববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। বিজন কুমার শীল ১৯৯২ সালে পিএইচ ডি করেছেন ইংল্যান্ডের সারে বিশ্ববিদ্যালয় থেকে । তিনি গত রবিবার ২০ সেপ্টেম্বর ২০২০ সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন। দীর্ঘদিন তিনি ডঃ জাফর উল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্র নামক সাভারে অবস্থিত বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন । এত দিন দেশে পর্যটন ভিসায় অবস্থান করছিলেন । ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করলে ও ভিসার মেয়াদ বাড়ানো হয়নি তাই তিনি সিঙ্গাপুর থেকে এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আবার আসবেন বলে তিনি যাওয়ার প্রাক্কালে কথা গুলো বলেছেন বলে বিভিন্ন পত্রিকার খবরে জানা যায়।

জন্ম সুত্রে একজন নাগরিক অন্য দেশে নাগরিক্ত্ব গ্রহন করলে তার দেশিয় নাগরিকত্ব বাতিল হয়ে যায় কিনা এব্যাপারে বাংলদেশের সংবিধান কি বলে তা আমার জানা নাই।বাংলাদেশের জন্মসুত্রে লক্ষ লক্ষ নাগরিক আমেরিকা ইংল্যান্ড, দক্ষিন কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ইত্যাদি দেশে নাগরিকত্ব নিয়েছেন , তাঁরা বিদেশ বসে দেশের রাজনীতিতে পর্যন্ত অংশ গ্রহন করেন এমনকি দেশের জাতীয় নির্বাচনে ও অংশ গ্রহন করে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়ে দেশে কাজ করছেন এবং সেই সাথে একজন প্রবাসী হিসাব সুযোগ সুবিধা ভোগ করছেন।কেউ কেউ আবার দ্বৈত নাগরিকত্ব ও নিয়ে আছেন, কেউ এই সকল দ্বৈত নাগরিক গনের দেশে থাকার জন্য ভিসার প্রয়োজন হয়না,তাঁরা দেশের সকল সুবিধা তথা দেশের ব্যাংক থেকে ঋণ নেন এবং ব্যবসা করেন, তাহারাই আবার প্রবাসের ব্যাংকের ঋণ সুবিধা ও নিয়ে থাকেন। তাছাড়া অনেক প্রবাসী আছেন প্রবাসী ৫ থেকে ৬ টি ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে ঋণ নেন, ব্যবসা করেন এবং প্রবাসে আয়কর রিটার্ন জমা দেন এবং অনেক সময় ট্যাক্স রিবেট ও নিয়ে থাকেন, একই ব্যক্তি বাংলাদেশে ও ট্যাক্স দেন, ইহা কত বড় অন্যায় যা বলার অপেক্ষা রাখে না । এব্যাপারে খোঁজ নিলে বিস্তারিত জানা যাবে । বিজন কুমার শীল শুধু মাত্র একজন নাগরিক নয় দেশের একজন মেধাবী সন্তান তাঁর এই সৃজনশিলতাকে স্বীকৃতি দিয়ে তাঁকে স্থায়ী ভাবে দেশে বসে তাহাঁর গবেষণা চালিয়ে যাওয়ার জন্য আজীবন বাংলাদেশের নাগরিক হিসাবে স্থায়ী বসবাস করার অনুমতি দেওয়া হোক । পৃথিবীর উন্নতশীল দেশে বিশ্বের অন্যান্য দেশ থেকে মেধাবী গবেষকদেরকে নিয়ে আসার জন্য প্রচুর সুযোগ সুবিধা দেয় আর আমরা আমাদের দেশের একজন বিজ্ঞানীকে তার যথাযোগ্য মর্যাদা দিয়ে দেশে থাকতে দিতে পারিনা এর চেয়ে দুঃখ জনক বিষয় আর কি হতে পারে । দেশের উন্নয়নে কাজ করে দেশের জন্য সুনাম অর্জন কারী বিজ্ঞানী ডঃ বিজন কুমার শীলকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়ার যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী মাননীয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি । #