মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শিবতীর্থ ঊনকোটি



॥ পিন্টু দেবনাথ ॥


শিবতীর্থ ঊনকোটি নিয়ে কিংবদন্তী আছে যে- নাথ গুরু গোরক্ষনাথ ১৯ কোটি নাথ
শিষ্যদের নিয়ে একটি উঁচু পাহাড়ে রাত্রি যাপন করছিলেন। তখন ১৯ কোটি শিষ্যদের
খুব খোদা পায়। গোরক্ষনাথ ঝুলি থেকে একটি চাল রান্না করলে ১৯ কোটি শিষ্যরা ভোজন করেন।

ঝুলি বিচারীয়া নাথ
একটি চাউল পাইলো,
একটি চাউল তাতে
১৯ কোটি সিদ্ধায় খাইলো।

পরবর্তীতে গুরু গোরক্ষনাথ ওই পাহাড়ে শিবলিঙ্গ স্থাপন করেন। এরপর থেকেই “শিবতীর্থ
ঊনকোটি” নামে খ্যাত হয়। প্রাচীন ঐতিহ্যমন্ডিত একটি নিদর্শন স্থান ভারতের উল্টর
ত্রিপুরা রাজ্যের ছোট একটি জেলা শহর কৈশাসহরের “শিবতীর্থ ঊনকোটি”।
ঊনকোটিকে শহরও বলা হয়। বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার
শরীফপুর ইউনিয়নের সীমান্ত ঘেষা চাতলাপুর স্থল বন্দর হয়ে কৈলাসহর থেকে ১২
কিলোমিটার দূরবর্তী শিবতীর্থ ঊনকোটি উঁচু পাহাড়। সমতল ভূমি থেকে প্রায় ৪০০
ফুট উপরে রয়েছে একটি কাঁচা বাঁশের ঘরে শিবতীর্থ স্থান। পুরো পাহাড়টি যেন
বিশাল বিশাল আকৃতির পাথরের মূর্তিতে ভরা। সাথে রয়েছে অসংখ্য উপত্যকা ও খাদ।
স্থানীয় লোকদের একটি কথা হলো ঊন মানে এক কোটি থেকে এক কম। অর্থাৎ এই
পাহাড়ে ছোট বড় মিলিয়ে প্রায় কোটির কাছাকাছি পাথরের দেবদেবী ও পশুর
মূর্তিও রয়েছে। কৈলাসহর থেকে ধর্মনগর, আগরতলা, গৌহাট্টি, আসাম, মেঘালয়
যেতে হলে অর্থাৎ কৈলাসহর থেকে অন্য কোন রাজ্যে বা বড় শহরে যেতে হলেই
ঊনকোটি পাহাড়টি অতিক্রম করতে হয়। স্থানটি হিন্দু ধর্মীয় একটি তীর্থ স্থান হলেও
ত্রিপুরা সরকার এটিকে পর্যটনের আওতায় এনে এখানে পর্যটকদের আকৃষ্ট করতে
শিবতীর্থ স্থানকে আরও উন্নত করেছে। স্থানীয় লোকজন সূত্রে জানা যায় আগে
পাহাড়ের চূড়ায় উঠতে হলে অনেক কষ্ট করে উঠতে হত বিপদকে সাথে নিয়ে। তবে এখন
পর্যটকরা প্রতিটি পহাড়ি চূড়ায় উঠতে হচ্ছে সিঁড়ি বেয়ে। নিরাপত্তার জন্য সাথে
রয়েছে লোহার পাতের গ্রীল। প্রতিটি পাহাড়ের চূড়া বেয়ে সর্বশেষ শিব মন্দির
রয়েছে। ঊনকোটি শিব তীর্থ স্থানে পর্যটক ও ভক্তদের নিরাপত্তার জন্য এখানে একটি
ছোট পুলিশ ফাঁড়ি রয়েছে। পুরো পাহাড়ি এলাকার উঁচুূ নিচু টিলায় ত্রিপুরী
জনগোষ্ঠীর ছোট ছোট বসতঘর নজর কেড়ে নেয়। ঊনকোটি শিবতীর্থ স্থানের পাহাড়ের
চূড়ায় উঠতে গেলে মধ্যস্থানে একটু বিশ্রাম নিতে হয়। পাহাড়ের চূড়ার মাঝখানে
শিব সাধুরা বসে তপস্যা করছেন। ভক্তরা এখানে এসে প্রনাম জানিয়ে তাদের কাছ থেকে
কিছু প্রসাদ নিয়ে বিশ্রাম শেষে আবারও উপরে উঠে। ঠিক উঁচূ চূড়ায় সমতল থেকে
প্রায় সাড়ে ৪ শ ফুট উপরে একটি পাকা দেয়াল উপরে টিন লাগানো ঘরের ভিতরে
অসংখ্য দেব দেবীর পাথরের মূর্তি শায়িত আছে। অন্য পার্শ্বে একটি কূড়ে ঘর। এ
ঘরে রয়েছে শিবলিঙ্গ। ভক্তরা এত উপরে এসে এখানে প্রনাম করে যায়। স্থানীয় লোকজন
জানান, প্রতি বছর পৌষ সংক্রান্তি আর চৈত্র সংক্রান্তিতে এখানে ভক্তদের ভিড় জমে।
বসে বড় ধরনের মেলাও। তবে সীমান্তে কাটা তারের বেড়া দেওয়ার পর বাংলাদেশী
ভক্তরা আসতে পারছেন না বলে এখন ঊনকোটি শিবতীর্থ স্থানে ভক্তদের সংখ্যা অনেক
কমে গেছে। কৈলাসহরের অনেক ব্যবসায়ীদের বেচা কেনাও কমে গেছে। কারণ হিসাবে
জানা যায়, বাংলাদেশী হাজার হাজার ভক্তরা এখানে আসলে কৈলাসহরে প্রচুর
পরিমাণে কেনা কাটা করে দেশে ফিরতেন। তারা আরও মনে করেন, ধর্মীয় অনুষ্ঠানের
জন্য সীমান্তে আইন কিছুটা শিথিল করা প্রয়োজন।
বাংলাদেশী পর্যটকরা ইচ্ছে করলে ঢাকা অথবা চট্রগ্রাম ভারতীয় ভিসা কেন্দ্র থেকে
ভিসা নেওয়ার সময় পোর্ট অব এন্ট্রি উল্লেখ করতে হবে কৈলাসহর। বাংলাদেশী ভ্রমন
পিপাসু পর্যটকরা ভিসা নিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হয়ে
কুলাউড়া উপজেলার চাতলাপুর চেকপোষ্ট দিয়ে কৈলাসহর প্রবেশ করে যেতে পারেন।
অপার বিস্ময় “শিবতীর্থ ঊনকোটি” মূলত নাথদের গুরু গোরক্ষনাথ তিনি ১৯ কোটি
শিষ্যদের নিয়ে এসেছিলেন এবং শিবলিঙ্গ স্থাপিত করেছিলেন বলেই এই আজকের
“শিবতীর্থ ঊনকোটি”।

 

স্মৃতির পাতা থেকে পুরাতন লেখা পোষ্ট করা হল।