বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

চা বাগানে সামাজিক দূরত্ব পালন হচ্ছেনা



মতি লাল দেব রায়


মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চা বাগান গুলাতে করোনা ভাইরাস প্রতিরোধ সামাজিক দুরত্ব পালন করা হচ্ছেনা। বাংলাদেশের সকল শহর বন্দর গ্রাম যে খানেই করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে সেখানেই লক ডাউন ঘোষণা করা হচ্ছে কিন্তু ব্যতিক্রম শুধু চা বাগানে । চা বাগান কর্তৃপক্ষ এই দুর্যোগ কালীন সময় একটি অবহেলিত ও সুযোগ বঞ্চিত জাতি গোষ্ঠীকে   কোন স্বাস্থ্য বিধি না মেনে তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে নিয়মিত চা বাগানের পাতা তুলা সহ ফ্যাক্টরিতে কাজ করিয়ে নিচ্ছেন এবং তাদের ব্যবসাকে আরো মজবুত করছেন । শ্রমিকদের আর্থিক দুর্বলতাকে পুজি করে এদেরকে নব্য কৃতদাস হিসাবে ব্যবহার করা অব্যাহত রেখেছেন , যা মানবাধিকারের চরম লঙ্ঘন । এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যান কেন স্বাস্থ্য বিধি মানার জন্য সকল চা বাগানের ম্যানেজমেন্টকে বলছেন না, তা আমাদের বোধগম্য নয় । তাদের কে কেন দেশের প্রচলিত সকল কর্মসূচীতে সঠিক সময়ে অবহিত করা হয়না এবং সকল উন্নয়ন মুলক কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়না, এই বৈষম্য মুলক আচরন কোন রাষ্ট্রের তার নাগরিকের প্রতি করা কি মানবাধিকারের লঙ্ঘন নয়, আন্তর্জাতিক শ্রম আইনের এর সম্পূর্ণ পরিপন্থী । কমলগঞ্জের অধিকাংশ চ বাগান ন্যাশনাল টি কোম্পানি, ডানকান ব্রাদার্স, ও ব্যক্তি মালিকানাধীন চা বাগান এবং এই বাগান গুলির ম্যানেজমেন্ট শ্রম আইন, কোম্পানি আইন, দেশের প্রচলিত আইন সম্পর্কে সম্পূর্ণ অবগত।  এই মহামারির সময় চা বাগান কোন কারন ছাড়া বন্ধ করে দেওয়া হয় আবার কোন বাগানে চা শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে মানববন্ধন করছে , আবার কোন বাগানের চা শ্রমিকরা কোন রকম স্বাস্থ্য বিধি না মেনে সকাল সন্ধ্যা তাদের ছেলে মেয়েদেরকে জীবনের ঝুঁকির মধ্যে ফেলে কাজ করে যাচ্ছেন, এতে কারো কোন মাথা ব্যথা নাই তার কারন হচ্ছে এরা চা শ্রমিক । উপজেলা প্রশাসন ও উপজেলার জন প্রতিনিধি সকলকে চা বাগানের মানুষের প্রতি উপজেলার সকল সাধারন মানুষের মত সমান দৃষ্টি ভঙ্গি দিয়ে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার সুযোগ দানের যাবতীয় পদক্ষেপ নিতে বিনীত আবেদন রাখছি । #

লেখক : মতি লাল দেব রায়, নিউইয়র্ক প্রবাসী