শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে “কমলকুঁড়ি” সাহিত্য সভা অনুষ্ঠিত



কমলকুঁড়ি রিপোর্ট

প্রকৃতি আমাদের, আমরা প্রকৃতির এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে শুক্রবার বিকাল ৪ টায় “কমলকুঁড়ি” পত্রিকা পরিবারের আয়োজনে কমলকুঁড়ি সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।  কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক নির্মল এস পলাশ, মোনায়েম খান, দৈনিক খবরপত্র প্রতিনিধি আব্দুল বাছিত খান, দৈনিক আজকালের প্রতিনিধি আহমেদুজ্জামান আলম,  পাত্রখোলা মন্দিরের পৌরহিত রাজেশ শর্মা, অধীর কায়স্ত মাষ্টার, শিক্ষক প্রদীপ পাল, সন্দীপ গোয়ালা, লিটন গঞ্জু প্রমুখ।

মানিক প্রসাদ পাল ও সুনীল অলমিকের যৌথ পরিচালনায় কবিতা আবৃত্তিতে অংশগ্রহন করেন  লক্ষী প্রজাপতি, নয়ন সিনহা প্রিন্স, দুলাল ছত্রী, ঈশিখা প্রজাপতি, নিশি পাল, প্রাচী ছত্রী, প্রাপ্তী মাদ্রাজী, প্রদূত্ত ছত্রী, নিশি পাল, মিথিলা প্রজাপতি, রাপ্পী ছত্রী, দুলাল ছত্রীসহ পাত্রখোলা চা বাগানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।