শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

আদমপুরে সমৃদ্ধি কর্মসূচীর ভাতা বিতরণ



 

কমলকুঁড়ি রিপোর্ট 

মৌলভীবাজারের কমলগঞ্জে পিকেএসএফ ও হীড বাংলাদেশের যৌথ অর্থায়নে “আদমপুর সমৃদ্ধি কর্মসূচীর প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচীর” আওতায় ৯৯ জন অসহায় প্রবীণকে চলমান মাসিক পরিপোষক ভাতার মধ্যে ৩৫ জন প্রবীণকে নগদ ৫০০ টাকা করে পরিপোষক ভাতা প্রদান করা হয়েছে।

রবিবার ২৬ জুলাই দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের নইনারপার বাজারস্থ সমৃদ্ধি কর্মসুচি কার্যালয়ে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে এসব ভাতা প্রদান করা হয়।

সমৃদ্ধি কর্মসুচির অফিসে প্রবীণ কর্মকর্তা মানিক প্রসাদ পালের সঞ্চালনায় সমৃদ্ধি কর্মসুচির সমন্বয়কারী লেবিও বৈদ্য এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন।

বাকি ভাতা ভোগিদের বাড়িতে গিয়ে পরিপোষক ভাতা পৌঁছে দেওয়া হবে বলে জানা যায়।