মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে পাহাড় কেটে সাবাড়!



কমলকুুঁড়ি রিপোর্ট

কমলগঞ্জে পাহাড় কেটে সাবাড় হচ্ছে। এতে করে পরিবেশের মারাত্মক প্রভাব পড়ছে। প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন মনে করছেন স্থানীয়রা।

জানা যায়, কমলগঞ্জ সদর ইউনিয়নের বাদে উবাহাটা, মধ্য কালাছড়া, বড়চেগ গ্রাম, সরইবাড়ি এলাকায় প্রাকৃতিক টিলা কেটে সাবাড় করা হচ্ছে। স্থানীয় প্রভাবশালী মহলের যোগসাজসে তারা টিলা কেটে সমতল ভূমিতে পরিণত করছেন। বাদে উবাহাটা গ্রামের দ্বিন ইসলাম, আব্দুল মালিক, ইব্রাহিম মিয়া, মধ্যকালাছড়ার আব্দুর রশীদ ব্যক্তিগত কাজে ও সরইবাড়ি এলাকার কয়েকটি স্থানে টিলা কাটা চলছে। বিগত কয়েক মাস আগে টিলা কাটতে গিয়ে করিমবাজারের টিলার মাটি ধসে জলিকা নামে এক মহিলার মৃত্যু হয়।

স্থানীয় সচেতন মহল জানান, এসব এলাকা কিছুটা দুর্গম ও আড়ালে থাকায় প্রশাসনের নজর থাকে না। বাহির থেকে কেউ আসলে টিলা কাটার দৃশ্য দেখতে পান। এই টিলাগুলো প্রাকৃতিকভাবে উঁচু মানের রয়েছে। নানা উচ্চতার অসংখ্য টিলা সমতলে পরিণত হয়েছে। টিলাগুলো পর্যায়ক্রমে প্রকাশ্য দিবালোকে কেটে ফেলা হলেও জনপ্রতিনিধিসহ কারো মাথা ব্যাথা নেই। ফলে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির স্থল হিসাবে পরিণত হচ্ছে।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী জানান, খবরটি জেনেছি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।