শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

পতনঊষারে সাংবাদিক ইসহাক কাজল গণপাঠাগারের উদ্বোধন



 
27072341_2101312493228825_3890599335079727058_n
কমলকুঁড়ি রিপোর্ট
কমলগঞ্জ উপজেলার পতনউষারের শহীদনগর বাজারে লন্ডন প্রবাসী বিশিষ্ট লেখক,সাংবাদিক, গবেষক, বাংলা একাডেমীর পুরষ্কার প্রাপ্ত ও  কমলগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি ইসহাক কাজলের নামে গণ পাঠাগার স্থাপন করা হয়েছে।   বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি রাত ৮টায় পাঠাগার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট লেখক গবেষক ও কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক আহমদ সিরাজ।  পাঠাগারের প্রতিষ্টাতা সাংবাদিক আব্দুল হান্নান চিনু সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ।, গেষ্ট অব অনার ছিলেন পতনউষার পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু।।  বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম ওয়াহিদ রুলু,  প্রথম আলোকমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু।

কমলকুঁড়ি পত্রিকার পতনঊষার ইউনিয়ন প্রতিনিধি মাহিদুল ইসলাম এর সঞ্চালনায় গণপাঠাগার ও সাংবাদিক ইসহাক কাজল সম্পর্কে অনুভূতি জানিয়ে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, ইত্তেফাক প্রতিনিধি নুরুল মোহাইমিন মিল্টন, যুগান্তর প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা, আমাদের সময় প্রতিনিধি শাব্বির এলাহী,  কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার প্রধান সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সংবাদ প্রতিনিধি শাহীন আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তি হিফিজুর রহমান বক্স, কবি জয়নাল আবেদন, কবি জয়নাল আবেদীন শিবু, লিয়াকত আহমদ, মাহমুদুর রহমান বাদশা প্রমুখ।