বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ডাহারুমুণ্ডা, সুজ্ঞিয়া মুণ্ডাদের দিন-রাত্রি



মোহাম্মদ মাহমুদুল হক

10

ভেরাছড়ার মুণ্ডাদের পল্লীতে কখনো যাওয়া হয়নি আগে। আজ লক্ষণ মুণ্ডাকে ফোন করে বিকেলে যাবো বললাম। তবুও অফিস থেকে বের হতে সন্ধ্যা ঘনিয়ে এলো।এতদূরে কালাছড়া বিটের ঘন জঙ্গলে যে তাদের বসবাস বুঝতে পারিনি। সময়টাও নির্জন বনের মধ্যদিয়ে যাওয়ার জন্য উপযুক্ত ছিলোনা। গিয়েই বুঝলাম এলাকাটি যারা অনুমতি ছাড়া প্রতিনিয়ত বনের গাছ কাটে তাদের স্বর্গরাজ্য । আমার সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এনথ্রোপোলজির তিনজন ছাত্রও ছিলো। ভেরাছড়া প্রাইমারী স্কুলের সামনে এই অনাহুত অতিথিদের জন্য লক্ষণমুণ্ডা অপেক্ষা করছিলো। তাকে গাড়িতে তুলে নিলাম। কিছুদূর যেতেই লক্ষণ মুণ্ডা জানালো এবার গাড়ি রেখে হেঁটে যেতে হবে। রাস্তা বলতে পায়ে হাঁটা মেঠো পথ হলেও দুটো ছড়াও পার হতে হয়েছে। বনবিভাগের জায়গা বলে রাস্তা নির্মাণে জটিলতা রয়েছে। হাঁটতে হাঁটতে লক্ষণমুণ্ডা বলছিলো একসময় এ জায়গাগুলোতে শতশত মুণ্ডা পরিবার ছিলো কিন্তু সেটেলারদের চাপে অধিকাংশ পরিবার অন্যত্র চলে গেছে। ঘন জঙ্গলে পাহাড়ের চুড়ায় মাত্র তেরটি পরিবার এখন রয়েছে। সন্ধ্যার অন্ধকারে ঘন বনের ভেতর দিয়ে হাঁটতে গা ছমছম অনুভূতি। ভাবলাম মুণ্ডাদের জীবনধারা দেখার জন্য ভুল সময় বেছে নিলাম নাতো? এলাকার দু’জন মেম্বারকে ফোন করে আসার জন্য বললাম, কারণ বনের গাছ যারা নিত্য উজাড় করছে তারা প্রশাসনের লোকজনকে অন্ধকার বনের মধ্যে খুব বেশি পছন্দ নাও করতে পারে। অবশেষে পাহাড় বেয়ে মুণ্ডা পাড়ায় হাজির হলাম। নারী-পুরুষ-শিশুরা অপেক্ষা করছিলো। রাধামনি ,মিনা,শুকন্তি , সেজুতি মুণ্ডারা কয়েক কিলোমিটার দূরের স্কুলে যায়। তাদের বাবারা সবাই দিনমজুর। তবুওতো তারা স্কুলে যায়, ভাবতেই ভালোলাগলো। সুজ্ঞিয়া মুণ্ডার স্বামী নেই বহুবছর। অনেক কষ্টের জীবন ।তার চাওয়া একটি বিধবা ভাতা কার্ড। আধময়লা সাদা শাড়ী পরা আলন্তীরও স্বামী মারা যাওয়ার পর থেকে দু:খের অন্ত নেই, তার চাওয়াও বিধবা ভাতা। স্যানিটেশনের অবস্থাটা খুব ভালো নয় এখানকার মানুষের। লক্ষণমুণ্ডা চারটি টিউবওয়েল ,কয়েকটি সোলার প্যানেলও চাইলো। ততক্ষণে দুই মেম্বার এসে হাজির। একজনতো এই প্রথমবারের এখানে এসেছে। ভোটের সময়ও প্রার্থীদের কেউ এখানে আসতে চায়না দুর্গম অঞ্চল বিধায়। তবুও তারা ভোট দেয়, ভোট দিতে হয় বলে দেয়। মুণ্ডাদের নিজেদের কোন জায়গা নেই। বংশপরম্পরায় বনবিভাগের জমিতে তারা বসবাস করে। উদ্বেগের বিষয় হলো ক্রমান্বয়ে নিজেদের ভাষাটা তারা ভুলে যাচ্ছে । ছোটখাটো চাওয়াগুলো তাদের খুব শীঘ্রই পূরণ হবে হয়তো। কিন্তু স্থানীয় মানুষের ক্রমবর্ধমান চাপে পড়ে কতদিন তারা এই পাহাড়ে টিকে থাকবে সেটাই ভাবনার বিষয়। কখন যে দুইঘন্টা কেটে গেলো বুঝতে পারিনি। আবারো অন্ধকারে বনের ভেতর দিয়ে ফিরতে শুরু করলাম , পেছনে রেখে আসা মুণ্ডাদের মুখগুলো পাহাড়ের ঘনঘোর অন্ধকারে ক্রমশ যেন হারিয়ে যেতে লাগলো।

লেখক : উপজেলা নির্বাহী কর্মকর্তা, কমলগঞ্জ, মৌলভীবাজার।