মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

” মিরতিংগা চা- বাগান এলাকার ধলাই নদীর বাঁধ দীর্ঘদিন থেকে ভাঙ্গা : কয়েক দফায় নষ্ট হয়েছে কৃষকের ফসল



বিশেষ প্রতিনিধি :10

কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা- বাগানের পাথরটিলা এলাকায় ধলাই নদীর বাঁধ দীর্ঘদিন ধরে ভাঙ্গা অবস্থায় আছে। বাগানের দরিদ্র কৃষকদের অতি কষ্টের ফসল একাধিক বার ভাসিয়ে নিয়ে গেছে ধলাই। বাগানের এই ছোট হাওরে প্রায় ৩ থেকে ৪ শত মানুষের জীবিকার এক মাত্র উৎস। কিন্তু গত আউস মৌসুমে হাওরের সব জমি তলিয়ে দেয় ধলাই নদীর পানি। আমন মৌসমে আবার কৃষকরা আশায় বুক বেধে চাষাবাদ শুরু করে কিন্তু আবার সব কিছু নিস্ব করে দেয় সর্বনাশা ধলাই। এতোকিছু হবার পরে কৃষকরা হার না মেনে বিভিন্ন জায়গা থেকে ঋণ করে পূনরায় জমিতে ধান বপন করেছে। ধান বপন করলেউ দুশ্চচিন্তা তাদের পিছু ছারছে না কারন এখনো ধলায় নদীর বাধঁ ভাঙ্গা নদীর  পানি বারলেয় আবার তলিয়ে যাবে তাদের কষ্টের ফসল। এমন কি অনেক পূর্বে এই হাওর কে বন্যার হাত থেকে  রক্ষা করার জন্য ও প্রয়োজনীয় পানি সংরক্ষণের জন্য যে সুইজ গেট নির্মাণ করা হয়েছিল সেটাও বিলিন হয়ে গেছে। এলাকাবাসী দাবি  তাদের কষ্টের ফসল রক্ষার জন্য বাঁধ নির্মান এবং সুইচ গেইট টি নির্মানে যথাযথ কতৃপক্ষ সু দৃষ্টি দেন।