বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বাল্য বিয়ে প্রথম পর্ব ।। সফিকুল ইসলাম ।।



জমির আগাছা কিভাবে পরিস্কার করতে হয় তা গণি মিয়া জানে, সমাজের আগাছা পরিস্কারের পথ তো তার জানা নেই।
…………………………………………………………………….

images-1

গণি মিয়া মাঠে কাজ করছে। জমির আগাছা পরিস্কারে ব্যস্ত। দুপুরের প্রখর রোদ। পিঠ পুড়ে যাবার মতো অবস্থা। তবে সেদিকে গণি মিয়ার খেয়াল নেই। একমনে কাজ করছে। না, কাজ মন দিয়ে করছে তা নয়। অভ্যাসবশত তার হাত চলছে। মন পড়ে আছে অন্য বিষয়ে। আসার সময় তার বউ কড়া করে বলে দিল। মেয়ের জন্য ছেলে খুঁজতে। জরুরি বিয়ে দেয়া দরকার।গণি মিয়ার চোখে ভাসছে। এইতো সেদিন মেয়েটির জন্ম। কয়দিনে বেড়ে উঠেছে। ক্লাস এইটে পড়ে। এখনো সে বাচ্চা। ওকে বিয়ে দেবার কথা চিন্তাই করতে পারছেনা। তবে বউয়ের কথাওতো ফেলার মতো নয়। চারপাশে লোকজন বলাবলি করছে। মেয়ে ডাগর হয়েছে বিয়ে দিতে হবে। বউ তার খুব চালু। বুদ্ধি আছে বলতে হবে। চারপাশের খবর রাখে। এইতো প্রতিবেশী সামাদ মিয়ার তিন মেয়ে। বড় মেয়েটার কয়েক বছর আগে প্রতিবেশীদের কথায় বিয়ে দেয়নি। এখন আর বড়টার জন্য বিয়ের সম্বন্ধ আসেনা। মেঝোটার জন্য আসে। কিন্তু বড়টাকে রেখে মেজোটাকে বিয়ে দেয় কী করে? এ চিন্তা করে মেজো মেয়েটারও বিয়ের বয়স যায় যায় অবস্থা। ওদিকে ছোট মেয়েটাও বিয়ের উপযুক্ত হয়ে যাচ্ছে।গণি মিয়ার বউ এত বোকা নয। সে চোখ কান খোলা রাখে। তাইতো সকালবেলা অনেক করে তাকে বোঝাল। মেয়ের জন্য বর খোঁজতে।শুধু বউকেই বা দোষ দেয কী করে। গত শুক্রবারে নামাজ পড়ে বের হবার সময় হাজী সাহেবও তাকে মেয়ের বিয়ের বন্দোবস্ত দ্রুত করতে বললো। ডাগর মেয়েছেলে ঘরে বেশিদিন না রাখাই ভালো। বিভিন্ন পাপ বা অনাচারের সম্ভাবনা থাকে। মেয়ে বিয়ে দেয়া হজ্বের সমান ছাওযাব। ভেবে দেখলো বউ একেবারে মন্দ কিছু বলেনি। না গণি মিয়া বউয়ের কথায় উঠে বসে মতো লোক নয়। সে বিনাতর্কে বউয়ের কথা মেনে নেয়নি। সে সকালে বউকে অনেক কথা শুনিয়েছে। পাশের বাড়ির রহমানের মেয়েটাকে ১৩ বছর বয়সে বিয়ে দিল। ১ বছরও সংসার টিকলনা। পেটে বাচ্চা নিয়ে বাপের বাড়ি আসতে বাধ্য হয়েছে মেয়েটি। মেয়ে সংসারী নয, কাজের নয়, আক্কেল বুদ্ধি কম এ অজুহাতে স্বামী তাকে ফেলে যায়। অনেক দেন-দরবার করেও কোন ফল হয়নি। গ্রাম্য সালিশ তাকে কোন সহযোগিতা করেনি। শেষে বাচ্চা জন্মের সময় রহমানের মেয়েটি প্রচুর রক্তক্ষরণে বাচ্চাসহ মারা যায়।ডাক্তার বলেছিল খুব কম বয়সে বাচ্চা নেযা ঠিক হয়নি। গণি মিয়া বউকে বলছিল- ”কেন রহমানের মেয়ের কথা তোমার মনে নাই? রহমানের মেয়ের ওই অবস্থা মনে করে নিজের মেয়ের ভবিষ্যত চিন্তা কর”।বউ খ্যামটা মেরে গণি মিয়ার কথা ছুড়ে ফেলে দিল। তোমার যা কুডাক ডাকা স্বভাব! শুধু অশুভ চিন্তাই তোমার মাথায় আসে। ্ওই এক মেয়ের উদাহরণ দিয়ে চিন্তা করলে চলবে? গ্রামে আরো কত মেয়েরেই তো বিয়ে হয়েছে। কই কোন সমস্যা তো দেখিনা। ইসমাইলতো তার মেয়েকে বিদেশ থেকেই বিয়ে দিল। নানা হয়ে গেলো। আর তুমি দেশে থেকে মেয়ের জন্য কিছু করতে পারছনা।গণি মিয়া আর কথা বাড়ালোনা। বিড়বিড় করে শুধু বললো সব কথা কী আর শোনা যায়? বলেই বেরিয়ে গেল।বউ এরপরও অনেক কথা বলে যাচ্ছে। সেসব কথা গণি মিয়ার কানে আর গেলনা।
গ্রামের ওসব কমবয়সে বিয়ে হওয়া মেয়েদের অনেক পারিবারিক দ্বন্দের কথা গণি মিয়া শুনেছে।কিছুদিন আগে পরিবার পরিকল্পনা অফিসারের কথাও তার মনে পড়ছে। তিনি বলেছিলেন “যে সময় মেয়েটি স্কুল কলেজে সহপাঠীর সাথে পড়াশোনা করা কথা কিংবা হাসিখুশি আর খেলাধূলা উচ্ছলতায় থাকার কথা সেই সময় নেমে আসে এক অভিশাপের কাল মেঘ।বাল্য বিয়ে। সন্তান নেয়ার চাপ, সংসার সামলানোর চাপ ইত্যাদি কারণে কৈশোরের সোনালী দিন বিসর্জন দিয়ে এক যন্ত্রনার কারাগারে বসবাস করে বাল্যবিবাহের শিকার কিশোরী। অপরিণত বয়সে সন্তান জন্মদানের ফলে মেয়ে ও নবজাতক অপুষ্টিতে ভোগে, ভয়াবহ পরিণতিও হয়।” আবার বউয়ের মুখটি মনে পড়ছে গণি মিয়ার। সঙ্গে বাজখাই গলায় প্রশ্নটি “মেয়ের বয়স বেড়ে গেলে যে দ্বিগুন যৌতুক লাগবে তা দেয়ার মুরোদ আছে তোমার?” নিজের মেয়ের ভবিষ্যত কী হতে পারে এ নিয়ে ভাবতে ভাবতেই নিজ জমিতে এসে নিড়াতে শুরু করলো।জমির আগাছা কিভাবে পরিস্কার করতে হয় তা গণি মিয়া জানে, সমাজের আগাছা পরিস্কারের পথ তো তার জানা নাই।জগৎসংসারের এ সর্পিল পথ তার অচেনা।

(লেখকের ফেসবুক থেকে নেয়া)