বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

জেদ্দায় মায়ানমারে রোহিঙ্গাদের গনহত্যা বন্ধে জাতিসংঘ ও ও আই সির হস্তক্ষেপের দাবী জেদ্দার সাংবাদিক এসোসিয়েশনের



15401477_1814920465430120_1823089781_n15401477_1814920465430120_1823089781_n-1

শেখ শফিকুর রহমান, জেদ্দা থেকে  :
সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের গনহত্যা বন্ধে জাতীসংঘ ও ও আই সির হস্তক্ষেপ কামনায় আলোচনা সভা করেছেন এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল নেতৃবৃন্দ।
গত ৮ই ডিসেম্বর জেদ্দায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সাংবাদিক নেতৃবৃন্দ.সংগঠনের সভাপতি চ্যানেল আই মক্কা প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলা ভিশনের পশ্চিমাঞ্চল প্রতিনিধি মোঃ সোহেল রানার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আর টিভি প্রতিনিধি হানিস সরকার, এন টিভি প্রতিনিধি মাসুদ সেলিম, গাজী টিভি প্রতিনিধি সেলিম আহমদ, রন্জু আহমদ প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে মায়ানমারে মুসলিম রোহিঙ্গা গনহত্যার তীব্র নিন্দা জানিয়েছে গনহত্যা বন্ধের দাবী জানান এবং জাতীসংঘ ও ও আই সির হস্তক্ষেপ কামনা।