শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

পাকিস্তানে মাজারে বিস্ফোরণ, নিহত ৫২



image-12325বিশ্ববিচিত্রা ডেস্ক :

পাকিস্তানে মাজারে জঙ্গি বোমা হামলায় বিস্ফোরণ। এতে নিহতের সংখ‌্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে, আহত হয়েছেন শতাধিক মানুষ। পাকিস্তানের বেলুচিস্তানে এক সুফি মাজারে শনিবার (১২ নভেম্বর) সন্ধ‌্যায় প্রতিদিনের মত ধামাল (ঐহিত্যবাহী সুফি নৃত‌্য-গীত) চলাকালিন এই বিস্ফোরণ ঘটে। জঙ্গি গোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ হামলার নিন্দা জানিয়েছেন। তবে এটা আত্মঘাতী হামলা, না পুঁতে রাখার বোমায় বিস্ফোরণ ঘটানো হয়েছে- সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে বাগতি জানান। মাজারের খাদেম নওয়াজ আলী জানান, প্রতিদিন সূর্যাস্তের সময় ওই মাজারে ধামাল চলে। পাকিস্তানের বিভিন্ন অঞ্চল, এমনকি ইরান থেকেও সুফিবাদের অনেক ভক্ত ওই মাজারে যান।  গত চার মাসের মধ্যে বেলুচিস্তানে তৃতীয় বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা এটি। অক্টোবরে বেলুচিস্তানের কোয়েটা শহরে একটি পুলিশ প্রশিক্ষণ কলেজে সন্ত্রাসী হামলায় ৫৯ জন নিহত হয়। সে সময়ও আইএস ওই হামলার দায় স্বীকার করে। তার আগে আগস্টে ওই কোয়েটা শহরেই একটি হাসপাতালে সন্ত্রাসী হামলায় ৭০ জন নিহত হন, নিহতদের অধিকাংশই ছিলেন আইনজীবী।

খবর রয়টার্স