শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

অলিম্পিকে মশাল বহন করলেন ড. ইউনূস



yunus-jugantor_21266_1470390738-300x169

কমলকুঁড়ি রিপোর্ট :

ব্রাজিলে রিও অলিম্পিকের মশাল বহন করলেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টায় ইউনূস অলিম্পিকের মশাল রিলেতে অংশ নেন। তিনি অলিম্পিকের মশাল হাতে নিয়ে প্রায় দুশ মিটার হেঁটে যান। তিনিই প্রথম কোনো বাংলাদেশী যিনি অলিম্পিকের মশাল বহন করলেন। ব্রাজিলের রাজধানীতে মশাল রিলের শেষ ধাপে ইউনূস যখন মশাল বহন করছিলেন তখন অসংখ্য মানুষ সেখানে উপস্থিত ছিলেন। তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান। এক ভিডিওতে দেখা যায়, অলিম্পিকের অফিসিয়াল পোশাক পরে মশাল হাতে এগিয়ে যাচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের মোহাম্মদ ইউনূস। এর আগে রিও ডি জেনিরোর ওশেনিকো কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৯তম সভায় ভাষণ দেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের অলিম্পিক কমিটিগুলোর নেতারাসহ আমন্ত্রিত অতিথিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র: বিবিসি বাংলা