শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত



Pic--Kamalganj--02
কমলকুঁড়ি রিপোর্ট :
মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা কঠোর নিরাপত্তা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৩টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ী থেকে স্থানীয় গৌরভক্ত সংঘের আয়োজনে এক বিরাট রথযাত্রা শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রা শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। শোভাযাত্রা উদ্বোধন কালে উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। প্রতিটি উৎসবে আমরা সবাই একে অন্যকে সহযোগিতা করে এসেছি আগামীতেও করবো। ধর্মীয় সম্প্রীতির উপজেলা কমলগঞ্জ। এসময় তিনি সবাইকে ঈদের শুভেচ্ছাও জানান। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। সুমন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অধ্যাপক মোহন চন্দ্র দেব, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিহারেন্দু ভট্টাচার্য্য, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক অমলেন্দু দেবরায়, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সানোয়ার হোসেন, গৌরভক্ত সংঘের সংঘাধ্যক্ষ অবিনাশ পাল, উপাধ্যক্ষ প্রমেশ পাল নিবারন পাল, সচিব ভূষন রায়, কোষাধ্যক্ষ দীপক রঞ্জন দাস সহ ভক্তবৃন্দ। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় দুর্গাবাড়ীতে এসে সমাপ্ত হয়। হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ রথযাত্রা শোভাযাত্রায় অংশ নেন।
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ীতে স্থানীয় গৌরভক্ত সংঘের আয়োজনে ৯ দিনব্যাপী নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৯ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে- মঙ্গল আরতি, দর্শন আরতি, মহাভোগরাগ, ধর্মীয় আলোচনা সভা, হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন প্রভৃতি। এদিকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগান সহ মাধবপুর, আদমপুর, শমশেরনগর, পতনঊষার, রহিমপুর, আলীনগর, ইসলামপুর মুন্সীবাজার ইউনিয়নের বিভিন্ন স্থানের মঠ-মন্দিরে ৯ দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আগামী ১৪ জুলাই বৃহষ্পতিবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।