বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

জুড়ীতে জেলা প্রশাসকের সাথে মতবিনিময়



DC JURI
রওশন মাহবুব, জুড়ী থেকে:

মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্র“য়ারী বৃহস্পাতিবার সকাল ১১ টায় উপজেলা মিলনায়তন সভা কক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্যাহ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশানারা মিলি, ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি। এছাড়াও উপস্থিত ছিলেন জুড়ী থানার তদন্ত কর্মকর্তা শামছুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, তৈয়বুন্নেছা খানাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুন চন্দ দাস, জুড়ী উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আজির উদ্দিন, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজমুল ইসলাম মাষ্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ চন্দ্র মন্টু, জুড়ী উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরে আলম লাল, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির দারা, সাংবাদিক এম রাজু আহমদ, মাহবুব আলম রওশন, সাইফুল ইসলাম সুমন, জুড়ী নিউজের নির্বাহী সম্পাদক আল আমিন আহমদসহ উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি কাছে বক্তারা জুড়ী উপজেলার বিভিন্ন উন্নয়নের বিষয়ে প্রস্তাব রাখেন এসব প্রস্তাবের মধ্যে হচ্ছে জাঙ্গিরাই চত্ত্বর কে মুক্তিযোদ্ধা চত্ত্বর নাম করন, জুড়ী ও ফুলতলার বধ্যভূমি উদ্ধার করে সংরক্ষন, মুক্তিযোদ্ধা কমপ্রেক্স, ভবানীগঞ্জ বাজার ও কামিনীগঞ্জ বাজারের বিতরের সিএনজি অটোরিক্সার সরিয়ে স্থায়ী ষ্ট্যান্ড করাসহ আরও বিভিন্ন প্রস্তাব রাখা হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মতবিনিময় সভায় যে সব উন্নয়নে কথা এসেছে সেই সব কাজ গুলো খুব গুরুত্বের সাথে দেখা হবে তাছাড়াও জুড়ীতে একটি টেকনিক্যাল কলেজ করা হবে বলেও জানান।